বাংলার প্রথম মহিলা কবি চন্দ্রাবতীর শিবমন্দির ঘিরে প্রথমবারের মতো শুরু হয়েছে চন্দ্রাবতী সাহিত্য উৎসব ও স্কাউট সমাবেশ। কিশোরগঞ্জ সদর উপজেলার পাতুয়াইর গ্রামে গত বৃহস্পতিবার সন্ধ্যায় পাঁচ দিনব্যাপী এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ষোড়শ শতাব্দীর মহিলা কবি চন্দ্রাবতীর মন্দির প্রাঙ্গণে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান। উপজেলা স্কাউটের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরে আলম সিদ্দিকী উদ্বোধনী সমাবেশে সভাপতিত্ব করেন। এ সময় আরও বক্তব্য দেন পুলিশ সুপার মীর রেজাউল আলম, পৌর মেয়র মো. মাজহারুল ইসলাম ভূঞা, রবীন্দ্রনাথ চৌধুরী, আহসানুল মোজ্জাকির, মো. মোয়াজ্জেম হোসেন, হারুন আল রশিদ প্রমুখ।

উৎসব কমিটি সূত্র জানায়, গতকাল শুক্রবার থেকে শুরু হওয়া স্কাউট সমাবেশ চলবে আগামী রোববার পর্যন্ত। সমাবেশে সদর উপজেলার ১৮টি স্কাউট দল অংশ নিচ্ছে। এদিকে, গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে চন্দ্রাবতী মেলা।