‘পথ যেন না হয় মৃত্যুর, পথ যেন হয় শান্তির’—এই স্লোগান নিয়েই দীর্ঘদিন ধরে ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলন করছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। সড়ক দূঘটনায় স্ত্রী নিহত হওয়ার পর ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়ক চাই নিসচা এক সামাজিক আন্দোলনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বাংলাদেশ সড়ক দূঘটনায় প্রতিদিন ২০/২৫ জন মানুষ মারা যাচ্ছে |তাই নিরাপদ সড়ক চাই মাধ্যমে তিনি সামাজের মানুষের মাঝে সচেতনতার বৃদ্ধি করতে তার ডাকে যারা বাংলাদেশ মানুষের মনে সচেতনতার বৃদ্বি পাবে তা তিনি মনে করেন | নিরাপদ সড়ক চাই পৃথিবীর আর কোন দেশে এমন ধরনের সামাজিক আন্দোলন নেই |বাংলাদেশ তার কার্যক্রম দেখে বিশ্বের অনেক দেশে নিরাপদ সড়ক চাই কাঞ্চনের সাথে একাত্বতা প্রকাশ করেছেন।

ইলিয়াস কাঞ্চনের বক্তব্যটি শুনুনঃ