রাষ্ট্রপতি জিল্লুর রহমান বলেছেন, ভৈরবকে দেশের ৬৫তম জেলা করার বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন। আজ রোববার ‘জিল্লুর রহমান ভৈরব শহর রক্ষাবাঁধ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে ভৈরব হাজী আসমত আলী কলেজ মাঠে আয়োজিত এক সুধী সমাবেশে বলেন, ‘ভৈরবকে জেলা করার বিষয়টি মন্ত্রিপরিষদের সভায় অনুমোদিত হয়েছে। বাকি আনুষ্ঠানিকতা প্রক্রিয়াধীন।’ রাষ্ট্রপতি বলেন, ‘আপনারা ভৈরবকে জেলা করার দাবি করেছিলেন। আপনাদের দাবির ব্যাপারে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করেছি। তিনি বলেছেন, ইনশাল্লাহ ভৈরব জেলা হবে। এরপর সরকার ভৈরবকে জেলা করার উদ্যোগ নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের ওপর দায়িত্ব অর্পণ করেছে।’

রাষ্ট্রপতি আরও বলেন, ‘আমার দীর্ঘদিনের লালিত স্বপ্ন ছিল ভৈরব শহর রক্ষা বাঁধ নির্মাণ করা। এ বাঁধ মেঘনা নদীর ক্ষয় থেকে ভৈরব শহরকে রক্ষা করবে। এ ছাড়াও ভৈরব পর্যটনকেন্দ্র নির্মাণ, ভৈরব-কুলিয়ারচর গ্যাসলাইন স্থাপন, বিসিক শিল্প নগরী স্থাপনসহ ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের চারটি জরাজীর্ণ সেতু পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও রাষ্ট্রপতি জানান। এ সময় পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) তাজুল ইসলাম, পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার, স্থানীয় সাংসদ ও রাষ্ট্রপতির ছেলে নাজমুল হাসান এবং কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন লিটন উপস্থিত ছিলেন।—বাসস

– প্রথম আলো