কিশোরগঞ্জের করিমগঞ্জে গ্রাম্য সালিশে শ্বশুর ও জামাই পক্ষের লোকদের মাঝে এক ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জামাই সুমনসহ ১০ জন আহত হয়েছে। গতকাল সকালে এ ঘটনাটি ঘটেছে।
এলাকাবাসী জানায়, করিমগঞ্জের আশুতিয়াপাড়া গ্রামের তাহের উদ্দিন তার মেয়ে পুতুলকে একই এলাকার আবু সিদ্দিকের ছেলে সুমনের কাছে দু’বছর আগে বিয়ে দেন। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছিল না। এ নিয়ে গতকাল সকালে আশুতিয়াপাড়া গ্রামে এক সালিশের আয়োজন করা হয়। সালিশ শুরুর পর দু’পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে দু’পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে জামাই সুমন, চাচা শ্বশুর শামসুদ্দিন, জাভেদ, ভায়রা রাহুল ও শ্যালক উজ্জ্বলসহ কমপক্ষে ১০ জন আহত হয়। আহতদের করিমগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।