কিশোরগঞ্জের করিমগঞ্জে গ্রাম্য সালিশে শ্বশুর ও জামাই পক্ষের লোকদের মাঝে এক ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জামাই সুমনসহ ১০ জন আহত হয়েছে। গতকাল সকালে এ ঘটনাটি ঘটেছে।
এলাকাবাসী জানায়, করিমগঞ্জের আশুতিয়াপাড়া গ্রামের তাহের উদ্দিন তার মেয়ে পুতুলকে একই এলাকার আবু সিদ্দিকের ছেলে সুমনের কাছে দু’বছর আগে বিয়ে দেন। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছিল না। এ নিয়ে গতকাল সকালে আশুতিয়াপাড়া গ্রামে এক সালিশের আয়োজন করা হয়। সালিশ শুরুর পর দু’পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে দু’পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে জামাই সুমন, চাচা শ্বশুর শামসুদ্দিন, জাভেদ, ভায়রা রাহুল ও শ্যালক উজ্জ্বলসহ কমপক্ষে ১০ জন আহত হয়। আহতদের করিমগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
এলাকাবাসী জানায়, করিমগঞ্জের আশুতিয়াপাড়া গ্রামের তাহের উদ্দিন তার মেয়ে পুতুলকে একই এলাকার আবু সিদ্দিকের ছেলে সুমনের কাছে দু’বছর আগে বিয়ে দেন। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছিল না। এ নিয়ে গতকাল সকালে আশুতিয়াপাড়া গ্রামে এক সালিশের আয়োজন করা হয়। সালিশ শুরুর পর দু’পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে দু’পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে জামাই সুমন, চাচা শ্বশুর শামসুদ্দিন, জাভেদ, ভায়রা রাহুল ও শ্যালক উজ্জ্বলসহ কমপক্ষে ১০ জন আহত হয়। আহতদের করিমগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।