বিএনপির ডাকা হরতালে  কিশোরগঞ্জ হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, বিএনপির ডাকা হরতালে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা সদরে পিকেটারদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। সকাল ৮টার দিকে বিএনপির একটি মিছিলে পুলিশ বাধা দিলে সংঘর্ষের সুত্রপাত হয়। মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। পুলিশ প্রথমে লাঠিপেটা ও পরে ফাঁকা গুলিবর্ষন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষকালে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দিন ও পৌর বিএনপির সভাপতি হাফিজ উদ্দিনসহ অন্তত ২০জন আহত হয় । পরে বিএনপির শত শত নেতাকর্মী পাকুন্দিয়া থানা ঘেরাও করে রাখে। কিশোরগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ এসময় বিএনপির ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করে।এদিকে হরতাল চলাকালে জেলা সদরে সকাল থেকে দূরপাল্লার সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে রিকশা চলাচল স্বাভাবিক হয়ে আসে। এছাড়া স্বাভাবিকভাবে ট্রেন চলাচল করছে। হরতালের কারণে সকল ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও অফিস আদালতের কার্যক্রম চলছে।

হরতালের কারণে শহরের বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পুলিশ শহরের নিউ টাউন এলাকা থেকে দুই পিকেটারকে গ্রেপ্তার করেছে। কিশোরগঞ্জের পুলিশ সুপার মীর রেজাউল আলম পাকুন্দিয়ায় সংঘর্ষ ও গুলিবর্ষনের ঘটনা স্বীকার করে বলেন, “জেলার বাকি ১২টি উপজেলায় পরিস্থিতি শান্ত রয়েছে।”

 

-বিডিনিউজ