উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা জিমি ওয়েলসের একটি আবেদন দশ বছর আগে যখন আমি উইকিপিডিয়া নিয়ে কথা বলি তখন অনেক মানুষ আমার কথাকে রসিকতা হিসেবে নিয়েছিলো। চলুন শুধু ব্যাপারটি এভাবে দেখি, এই কাজের ব্যাপারে কিছু মানুষ এ বিষয়ে সন্দেপ্রবণ ছিলেন যে, বিশ্বজুড়ে স্বেচ্ছাসেবীরা মানবজ্ঞানের এই অসাধারণ স্থান তৈরি করতে পারে – সবকিছু সহজে ভাগাভাগির উদ্দেশ্য থেকে।
কোনো বিজ্ঞাপন নয়, মুনাফা নয়, এজেন্ডা নয়। প্রতিষ্ঠার এক দশক পর, প্রতি মাসে প্রায় ৩৮ কোটি মানুষ উইকিপিডিয়া পরিদর্শন করছে – যা ইন্টারনেটের সাথে যুক্ত বিশ্বের তিন ভাগের এক ভাগ। এটি বিশ্বের পঞ্চম জনপ্রিয় ওয়েবসাইট। আর ওপরের চারটি ওয়েবসাইট গড়ে উঠেছে ও পরিচালিত হচ্ছে শত শত কোটি ডলার বিনিয়োগ, বিশাল ব্যবসায়িক কর্মীবাহিনী, এবং অবিশ্রান্ত বিপণন প্রক্রিয়ার মাধ্যেম। কিন্তু উইকিপিডিয়া বাণিজ্যিক ওয়েবসাইটের মতো নয়। এটি সম্প্রদায়ের তৈরি, এবং স্বেচ্ছাসেবীরা প্রতিবারে একটি ভুক্তি তৈরির মাধ্যমে এই ওয়েবসাইট গড়ে তুলেছেন। আপনিও আমাদের সম্প্রদায়ের অংশ।
এবং আজ আমি লিখছি উইকিপিডিয়ার সুরক্ষা ও অস্তিত্ব রক্ষার আবেদন নিয়ে। আমরা সবাই মিলে এটিকে মুক্ত, ও বিজ্ঞাপনমুক্ত রাখতে পারি। আমরা এটিকে উন্মুক্ত রাখতে পারি – আপনি আপনার চাওয়া মাত্র যে-কোনো সময় উইকিপিডিয়ার তথ্য ব্যবহার করতে পারেন। আমরা এটিকে ক্রমবর্ধমান রাখতে পারি – সর্বস্থানে জ্ঞান ছড়িয়ে দিতে পারি, এবং সবার কাছে এ কাজে যুক্ত হওয়ার দাওয়াত দিতে পারি। প্রতি বছর এই সময় আমরা, আপনার ও উইকিপিডিয়া সম্প্রদায়ের সবার কাছে $২০, $৩৫, বা $৫০ বা আরও বেশি ডলারের একটি মাঝারি অনুদান প্রদানের আহবান জানাই, যেনো আমাদের এই যৌথ উদ্যোগ অব্যাহত থাকে। যদি আপনি মনে করেন যে, উইকিপিডিয়া তথ্যের একটি উৎস – প্রেরণার উৎস – আমি আশা করি আপনি এখনই পদক্ষেপ গ্রহণ করবেন। ভালো থাকুন।
জিমি ওয়েলস প্রতিষ্ঠাতা, উইকিপিডিয়া
পুনশ্চ: অসাধারণ কিছু করার জন্য, আমাদের মতো মানুষের কাছে উইকিপিডিয়া একটি শক্তি। মানুষ আমাদের জন্য লেখে, প্রতিবারে একটি শব্দ। মানুষ আমাদের অর্থ দেয়, প্রতিবারে একটি অনুদান। এটিই বিশ্বকে পরিবর্তন করে দেবার উদ্দেশ্যে আমার সহযোগীতামূলক শক্তির প্রমাণ।