ফুলটার বাংলা নাম – উর্বশী যার মানে হইতেছে সুন্দরীশ্রেষ্ঠা। বৈজ্ঞানিক নামঃ Amherstia nobilis এবং এটি Fabaceae (Pea family) পরিবারে অন্তর্গত একটি উদ্ভিদ। অন্যান্য স্থানীয় নামের মধ্যে Pride of Burma, Orchid tree, Tree of heaven উল্লেখযোগ্য। কবিগুরু রবী ঠাকুরের একটি কবিতা আছে উর্বশী নামে, যেখানে কবি এই ফু্লকে নন্দনবাসিনী বলে আজ্ঞা দিয়েছেন।
নহ মাতা, নহ কন্যা, নহ বধূ, সুন্দরী রূপসী,
হে নন্দনবাসিনী উর্বশী!
গোষ্ঠে যবে সন্ধ্যা নামে শ্রান্ত দেহে স্বর্ণাঞ্চল টানি
তুমি কোনো গৃহপ্রান্তে নাহি জ্বাল সন্ধ্যাদীপখানি,
দ্বিধায় জড়িত পদে কম্প্রবক্ষে নম্রনেত্রপাতে
স্মিতহাস্যে নাহি চল সলজ্জিত বাসরশয্যাতে
স্তব্ধ অর্ধরাতে।
উষার উদয়-সম অনবগুণ্ঠিতা
তুমি অকুণ্ঠিতা।