একটা মানুষ চাই;
আমাকে খুব গভীর ভাবে
ভালবাসার টানে
পরম আদরে
তার শাড়ীর আঁচলে
লুকিয়ে রাখার জন্য নয়।

আমার হৃদয়ের খাতায়
প্রতিনিয়ত যে প্রেমের কবিতা
ভালবাসার রঙে লেখা হচ্ছে
তা পাঠ করার জন্য ॥

একটা মানুষ চাই;
নিশীথ রাতে-
মৃত পৃথিবীতে
কবরের ন্যায় গাঢ় অন্ধকার প্রকোষ্ঠে
তার উষ্ণ বুক
আমাকে উৎসর্গ করার জন্য নয়।

গভীর অন্ধকারের মাঝে
কত যে ভয়ঙ্কর দানবেরা
বুকের ভেতর অত্যাচারে মাতে-
প্রলয় ছড়িয়ে পড়ে সারা দেহে-
তা অবলোকন করার জন্য ॥

একটা মানুষ চাই;
তার টিয়া পাখির ন্যায়
টকটকে লালচে
সরু অধর যুগলের
নেশা ভরা মদ পান করতে নয়।
অমৃত পানের আশায়
চাতক পাখির ন্যায় হা করে থাকা
আমার ঠোঁটের কাঁপুনি
কাছে থেকে দেখার জন্য ॥

একটা মানুষ চাই;
হরিণীর মত তীক্ষ্ম নজর-বানে
আমাকে আঘাত কিংবা
বশ করার জন্য নয়।
আমার সমুদ্র দুটি চোখে
কত জনমের-
কামনার ইতিহাস লুকিয়ে আছে
তা আবিষ্কার করার জন্য ॥

একটা মানুষ চাই;
আমাকে-
শুধুই আমাকে
সঙ্গ দেবার জন্য নয়।
আমার নিঃসঙ্গতা-
কত যে বেদনা-বিধুর
কাছে থেকে উপভোগ করার জন্য ॥

একটা মানুষ চাই;
আমার দুঃখগুলো
আধো আধো করে
ভাগ করে নেবার জন্য নয়।
কেবল পরাণ ভরে
হৃদয়ের কানে-
আমার কষ্টের গোঙরানী-
শুনার জন্য ॥

একটা মানুষ চাই;
আমার জন্য-
বিনিদ্র দরজার পাশে
রাতের পর রাত
দাঁড়িয়ে থাকার জন্য নয়।
আমার দরজা খোলার শব্দে
আঁৎকে উঠে
পুলক অনুভব করার জন্য ॥