জনপ্রিয় ওপেন সোর্স ব্লগিং প্ল্যাটফর্ম ওয়ার্ডপ্রেসের নতুন ৩য় সংস্করণটি বাজারে ছাড়া হয়েছে। জানা গেছে, ছোট-বড় মিলিয়ে এ সফটওয়্যারের ১৩তম পরিবর্তন এটি। খবর ইয়াহু অনলাইনের। সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, ওয়ার্ডপ্রেসের নতুন সংস্করণে প্রায় ২ হাজার ৭০০ পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ২১৭টি ত্রুটিও ঠিক করা হয়েছে।
জানা গেছে, ওয়ার্ডপ্রেসের ত্রুটি দূর করতে ২১৮ জন স্বেচ্ছাসেবী প্রোগ্রামার কাজ করেছেন। সংবাদমাধ্যমটির বরাতে আরো জানা গেছে, নতুন সংস্করণের সবচে উল্লেখযোগ্য পরিবর্তনটি হচ্ছে, একই সময়ে একাধিক ব্লগ চালু করতে পারা। এর আগে এই কাজের জন্য পৃথক কপি চালু করতে হতো। জানা গেছে, ওয়ার্ডপ্রেস এমইউ-তে একাধিক প্লাগ-ইন একই সময়ে আপডেট করার সুযোগ, নতুন ডিফল্ট থিম এবং নতুন ইন্টারফেসও আনা হয়েছে।
আগের ব্যবহারকারীরা ড্যাসবোর্ড থেকেই নতুন ভার্সনে আপডেট করতে পারবেন, আর নতুন ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারেন ওয়ার্ডপ্রেসের সাইট http://wordpress.org/download/ থেকে।