সম্প্রতি জানা গেছে, এই প্রথমবারের মতোই কোনো হাসপাতালের যাবতীয় কাজকর্মে রোবটদের ব্যবহার করার উদ্যোগ নেয়া হয়েছে। জানা গেছে, স্কটল্যান্ডের একটি হাসপাতালে যাবতীয় কাজকর্মে রোবটদের ব্যবহার করার উদ্যোগ নেয়া হয়েছে। প্রতিদিনের রুটিন অনুযায়ীই এসব রোবট হাসপাতালের কাজ করবে। খবর বিবিসি টেকনোলজির।

বিবিসি জানিয়েছে, রোবটগুলোকে হাসপাতালের বর্জ্য অপসারণের কাজ থেকে শুরু করে রোগীদের খাদ্য সরবরাহ করা, অপারেশন থিয়েটার সাফ করা এবং রোগীদের মাঝে ওষুধ বিতরণ করার মতো প্রায় সব কাজেই ব্যবহার করা হবে।

হাসপাতাল সূত্রের বরাতে বিবিসি জানিয়েছে, হাসপাতালের নিচে রোবটদের ডেডিকেটেড নেটওয়ার্ক থাকবে। এছাড়াও রোবটগুলো বুদ্ধিমান মানুষের মতোই নিজের কাজ নিজে থেকে করতে থাকবে। জানা গেছে, রোবটগুলো নিজেই লিফটে উঠে উপরে আসবে, জরুরী জিনিসটি নিয়ে আবার নিজেই লিফটে চড়ে নামবে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ৩০০ মিলিয়ন পাউন্ডের এই প্রকল্পটি এই মুহুর্তে চূড়ান্তভাবে পরীক্ষা করা হচ্ছে। আশা করা হচ্ছে, এই আগস্টেই রয়্যাল ভ্যালি হাসপাতালে রোবটগুলো আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে।