করিমগঞ্জ উপজেলায় একটি প্রভাবশালী মহল কৃষকদের ফসলি জমিসহ জলাশয় দখল করে মাছের চাষ শুরু করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার জয়কা ইউনিয়নের কয়েক শ একরের জমির কাডারছা বিলে কৃষিজমিতে পিলার বসিয়ে জালের বেড়া দিয়ে মাছ চাষের কারণে এলাকার নৌপথও বন্ধ হয়ে পড়েছে। এ ব্যাপারে এলাকাবাসী উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বর্ষা শুরু হওয়ায় কাডারছা বিলে পানি বাড়তে শুরু করেছে। প্রাকৃতিক এ বিলটি দেশীয় প্রজাতির মাছের বিরাট উৎস। বর্ষ মৌসুম শুরু হওয়ার পর এলাকার একটি প্রভাবশালী মহল বিলটি নিজেদের দখলে নিয়ে মাছের চাষ করছে। এলাকার দুলাল মিয়া, সাহাবুদ্দিন, আঙ্গুর মিয়া, তারা মিয়াসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি সারি সারি আরসিসি পিলার বসিয়ে জালের বেড়া দিয়ে ঘেরাও করে মাছের চাষ করছেন। প্রাকৃতিকভাবে দেশীয় প্রজাতির প্রচুর মাছের সঙ্গে হ্যাচারির পোনা ছেড়ে তাঁরা চাষাবাদও করছেন। এতে একদিকে এলাকার নৌপথ যেমন বন্ধ হয়ে গেছে, তেমনি বর্ষার পানিতে দরিদ্র জেলেদের মাছ ধরার সুযোগও বন্ধ হয়ে গেছে।
জমির মালিক ও সহস্রাধিক এলাকাবাসী ১৩ জুন করিমগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবীরের (ইউএনও) কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ জানিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে ইউএনও গোলাম কবীর বলেন, এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে জয়কা ইউনিয়নের ভূমি অফিসের তফসিলদারকে তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে দুলাল মিয়া ও সাহাবুদ্দিন প্রথম আলোকে বলেন, মইউএনও যেহেতু বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন। আমরা সেখানেই আমাদের বক্তব্য জানাব।
সুত্রঃ প্রথম আলো