কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার একটি পুকুর থেকে গতকাল রোববার রাইফেলের এক হাজার ৮৭০টি গুলি উদ্ধার করা হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার পিটুয়া পূর্বপাড়া গ্রামের ওই পুকুরটি প্রায় ৫০ বছরের পুরোনো। গতকাল খননের সময় শ্রমিকেরা দুটি বাক্স দেখতে পান। একটি বাক্স খুলে রাইফেলের গুলি পাওয়া যায়। পরে খবর দিলে পুলিশ এসে বাক্স দুটি করিমগঞ্জ থানায় নিয়ে যায়।
পুলিশ সুপার মীর রেজাউল আলম জানান, উদ্ধার করা গুলিতে পাকিস্তান অর্ডন্যান্স ফ্যাক্টরি (পিওএফ) লেখা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মুক্তিযুদ্ধের একপর্যায়ে পাকিস্তানি বাহিনী গুলিভর্তি বাক্স দুটি পুকুরে ফেলে দেয়।এ ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদ হোসেন মিয়া জানান, এ ব্যাপারে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
Prothom Alo