১৯৬৪ সালে প্রতিষ্ঠিত বাজিতপুর কলেজে চলতি শিক্ষাবর্ষ থেকে অনার্স কোর্স চালু হওয়ায় বৃহস্পতিবার দুপুরে বাজিতপুরে হাজার হাজার প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রী,শিক্ষক, রাজনীতিবিদ ও সুধীজনের অংশগ্রহণে এক বিরাট আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলটি বাজিতপুর কলেজ হতে শুরু হয়ে বাজিতপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আফজাল হোসেনকে ধন্যবাদ জানিয়ে একাধিক ব্যানার ও প্ল্যাকার্ড শোভা পায়। মিছিলের নেতৃত্বে ছিলেন বাজিতপুর কলেজের অধ্যক্ষ মোঃ নাজিমউদ্দিন, প্রাক্তন অধ্যক্ষ ফজলে এলাহী গোলাম কাদের, প্রাক্তন অধ্যক্ষ বেলায়েত হোসেন, কলেজের অধ্যাপকবৃন্দ, বাজিতপুর বাজার শিল্প ও বণিক সমিতির সভাপতি সানোয়ার আলী শাহ্ সেলিম, আওয়ামী লীগ নেতা মোবারক হোসেন, পরিচালনা পরিষদের সদস্য গোলাপ মিয়া, ইসহাক মিয়া প্রমুখ। মিছিল শেষে কলেজ প্রাঙ্গণে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সুত্রঃ ইত্তেফাক