কিশোরগঞ্জে গতকাল মঙ্গলবার একটি কারখানায় অভিযান চালিয়ে সেখান থেকে প্রায় ২০ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। কারখানার মালিক মো. নুরুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করাসহ কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।
স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন, শহরের জনতা প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় অনেক দিন ধরে নিষিদ্ধ পলিথিন উৎপাদন করা হচ্ছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী হাকিম আবু তাহের মো. সাঈদ কিশোরগঞ্জ মডেল থানার পুলিশ নিয়ে সেখানে অভিযান চালান।
-প্রথম আলো