আমি গহীন বনের অধিবাসী।রামগড়ের নটিলা পাহারে এখনও কোনরকমে টিকে আছি।তোমরা সব বন জঙ্গল উজাড় করে আমাদের জীবন মরণ সমস্যায় ফেলে দিয়েছো।দিন দিনই আমাদের জনসংখ্যা কমে যাচ্ছে।তাই আজ আমি এক বিপন্ন উদ্ভিদ প্রজাতি।লোকায়িত নাম কুলঞ্জন। আমার বৈজ্ঞানিক নাম-Alpinia malacansis, আমি zingiberaceae পরিবারভূক্ত।আমার তবে কয়েকটা অংলকৃত নাম রয়েছে-যেমন গন্ধমূল, তীক্ষনমূল, মধুনিক্কন।জঙ্গলের ছোট ছোট গাছ গাছড়া ভেদ করে রাজসিকভাবে আমার পুষ্পদন্ড মাথা উঁচু করে সগৌরবে দেখা যায়।
আমাকে অনেকটা দেখা গেলেও একেবারে অবহেলার পাত্র নই। ১৭ শতকের রাজনিঘন্টুতে ভেষজ পন্ডিতরা উল্লেখ করেছেন-আমার অনেক ঔষধিগুন আছে।নব্যের সমীক্ষায় আমার মূল অনেকটা আদার মতো বাতে ও গলার কন্ঠনালীর নানা রোগে বেশ উপকারী।ইদানীং নাকি জাপানী বিজ্ঞানীরা আমার মূলে ফুসফুসে ও শ্বাসনালীর ক্যান্সার রোগের এক মহৌষধের অনুসন্ধান করছে।আমার কন্ডে আছে অনেক উপকারী রাসায়নিক পদার্থ।
যেমন-গ্লাইকোসাইডস,গ্যালানজিন, ফাইটোস্টেরোল,ও কর্পূর।আর বীজে আছে আলসার প্রতিরোধক কেডিকোল।ইদানীং ব্যাংকের মহীঢোল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা থেকে দেখা যায় আমার মূলে আছে-aphrodisiac গুনাগুন।আমার শেষ কথা, দোহাই তোমাদের,আমাদের সমূলে উচ্ছেদ করোনা নটিলা পাহাড় থেকে।পরে কিন্তু আপসোস করতে হবে।
-ডঃ নওয়াজেশ আহমদ