গাজীপুরের সদর উপজেলার তারগাছ এলাকায় রোববার বিকালে একটি কয়েল কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
গাজীপুর ও টঙ্গী দমকল বাহিনীর কর্মীরা তিন ঘণ্টার পর রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
আগুনে প্রায় ৪০লাখ টাকার ক্ষতি হয়েছে বলে কারখানা কর্তৃপক্ষ দাবী করলে ক্ষতির পরিমান তাৎক্ষনিক ভাবে নিরূপণ করা সম্ভব হয়নি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন গাজীপুর দমকল বাহিনীর কর্মকর্তা আবু জাফর আহমেদ।
তিনি বলেন, ঠিক কি কারণে আগুন লেগেছে তা বলা যাচ্ছে না। আগুনে টিনশেড কারখানায় থাকা কয়েল ও এর সরঞ্জাম পুড়ে গেছে।
You must log in to post a comment.