এটিএন বাংলায় প্রতি রোব ও সোমবার রাত ৮টায় প্রচার হচ্ছে নজরুল ইসলামের লেখা ও হাসনাত করিম পিন্টরু পরিচালনায় ধারাবাহিক নাটক ‘ছন্নছাড়া’। এতে নিয়মিত অভিনয়শিল্পীদের পাশাপাশি আসছেন সাদিয়া ইসলাম মৌ। তার অভিনীত চরিত্রটির নাম কান্তা। গল্পে সে হুমায়ুন ফরীদির বন্ধুর মেয়ে। মেয়েটি তার বাবার ওপর অন্যায়ের প্রতিশোধ নেওয়ার জন্য অনেকদিন পর দেশে ফিরে আসে। গত সোমবার ঢাকার ধানমণ্ডিতে তাকে নিয়ে কয়েক পর্বের দৃশ্যধারণ হয়েছে।
‘ছন্নছাড়া’র নিয়মিত অভিনয়শিল্পীরা হলেন হুমায়ুন ফরীদি, জাহিদ হাসান, রহমত আলী, তরু মোস্তফা, রুনা খান, সুজানা, পুষ্পিতা প্রমুখ। আজ নাটকটির ৩৪তম পর্ব প্রচার হবে। ৩৬তম পর্ব থেকে মৌকে দেখা যাবে।
You must log in to post a comment.