কিশোরগঞ্জের বড়বাজারের তেরিপট্টিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে অগ্নিকাণ্ডে চারটি হার্ডওয়্যারের দোকান পুড়ে গেছে। দোকান মালিকদের দাবি, ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যাবে। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, মেসার্স মণীন্দ্র চন্দ্র অ্যান্ড সন্সের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। সেখান থেকে মেসার্স রং বিতান, নূর হার্ডওয়্যার স্টোর ও কিশোরগঞ্জ হার্ডওয়্যার স্টোরে আগুন লাগে। পরে অগ্নিনির্বাপক কর্মীরা গিয়ে আগুন নেভান। মেসার্স রং বিতানের মালিক মো. আবুল কাশেম জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যাবে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক প্রাণনাথ সাহা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট বিভাগ হিসাব করে ক্ষতির পরিমাণ নির্ধারণ করবে।

– প্রথম আলো