মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলার বিভিন্ন এলাকাজুড়ে হাকালুকি হাওর বিস্তৃত। দেশের বৃহত্তম এই হাওরকে সরকার প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করেছে। হাওরের অনেক জলমহাল ভরাট ও পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। ফলে বর্ষায় পাহাড়ি ঢলে হাওরের তীরবর্তী এলাকায় অকালবন্যা দেখা দেয়। বোরো ফসল তলিয়ে যায়। তাই ফসল রক্ষায় বাঁধ নির্মাণ করা দরকার। হাওর মহাপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলায় গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা এসব দাবি জানান। সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইসি) এই অনুষ্ঠানের আয়োজন করে।