ঢাকা বোর্ডের ৮ম শ্রেণীর জুনিয়র স্কুল- জেএসসি ও মাদ্রাসার- জেডিসির বৃত্তিপ্রাপ্তদের নাম প্রকাশ করা হয়েছে। প্রায় ৬ মাস পর জুনিয়র বৃত্তির তালিকা প্রকাশ করা হলো। ঢাকা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ডের আহবায়ক অধ্যাপক ফাহিমা খাতুন জানান, সরকারি নীতিমালা অনুযায়ী লেখাপড়ায় সন্তোষজনক অগ্রগতির শর্তে বৃত্তি প্রদান করা হয়েছে। বৃত্তিপ্রাপ্তদের মোট ২৪ মাস আর্থিক সুবিধা দেওয়া হবে। মেধা গ্রেডের শিক্ষার্থীরা দু’বছর (দু’বার) এককালীন ৩৭৫ আর সাধারণ গ্রেডে ২২৫ টাকা করে পাবে। এর বাইরে মেধা গ্রেডের শিক্ষার্থীরা প্রতি মাসে ৩শ’ ও সাধারণ গ্রেডের শিক্ষার্থীরা ২শ’ টাকা করে পাবে। গত ৬ই জুন জুনিয়র বৃত্তির নতুন নীতিমালা প্রকাশ করা হয়। এর আগে জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল গত ডিসেম্বরেই প্রকাশ করা হয়। বৃত্তিপ্রাপ্তরা পরবর্তী দুই বছর বিনা বেতনে পড়াশোনার সুযোগ পাবে। এর বাইরে সরকার প্রদত্ত আর্থিক সুবিধা পাবে। তাদের কাছে শিক্ষা প্রতিষ্ঠান বেতন চাইলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মেধাবৃত্তির যোগ্যতা ছিল ন্যূনতম জিপিএ ৩ এবং সাধারণ বৃত্তির যোগ্যতা ছিল জিপিএ ২। www.dhakaeducationboard.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে বৃত্তিপ্রাপ্তদের তালিকা পাওয়া যাবে।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম