পিলখানা হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামী বিডিআরের উপ-সহকারি পরিচালক আব্দুর রহিম (৫৪) বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। হাসপাতাল সূত্র জানায়, রাত পৌনে ৯টার দিকে বুকের ব্যথা নিয়ে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে ১ নম্বর ওয়ার্ডে ভর্তির পর চিকিৎসা চলাকালীন রাত পৌনে ১০ টার দিকে তার মৃত্যু হয়। তিনি হৃদরোগে ভুগছিলেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়ক তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রহিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, সন্ধ্যার পরে আব্দুর রহিম বুকে ব্যথা অনুভব করলে তাকে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আব্দুর রহিম পিলখানা হত্যা মামলার চার্জশিট ভুক্ত অন্যতম প্রধান আসামী।