ছেলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন এক মা। মায়ের অভিযোগ, ‘আমার ছেলে সবুজ মিয়া (৩০) অকারণে প্রায়ই আমাকে মারপিট করে। ভয়ে আমি কিছু বলি না । গতকাল রোববার বিকেলে সে হঠাত্ রেগে গিয়ে হাতে লাঠি নিয়ে আমাকে মারতে থাকে। এতে শরীরের বিভিন্ন জায়গাসহ আমার ডান চোখে আঘাত পাই। এ ঘটনায় ছেলের বউ নূরজাহান জড়িত। তিনি বলেন, আমি এদের বিচার চাই।’ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সদর ইউনিয়নের পংপাচিয়া গ্রামে। আহত মা আজেদা বেগমকে (৫০) তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হয়েছে। মায়ের ডান চোখে আঘাতের চিহ্ন রয়েছে। তাড়াইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) মো. আবুল কালাম বলেন, আজেদা বেগমকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলুর রহমান বলেন, সবুজকে ধরার জন্য একাধিক জায়গায় অভিযান চালানো হয়েছে।