কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা পরিষদ চত্বরে গতকাল শনিবার থেকে চার দিনব্যাপী বইমেলা ও পিঠা উৎসব শুরু হয়েছে। চলবে একুশে ফেরুয়ারি পর্যন্ত। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১২ উদ্যাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ বইমেলা ও পিঠা উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক ভূঞা, উপজেলা স্বাস্থ্য প্রশাসক মো. আবুল কালাম, কৃষি কর্মকর্তা দুলাল হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা মো. ছাইফুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান মহাজন, তাড়াইল প্রেসক্লাবের সভাপতি দেওয়ান ফারুক দাদ খান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহজাহান প্রমুখ।
-প্রথম আলো