কিশোরগঞ্জ জেলা যথার্থ নদী মাতৃক এলাকা এর পূর্ব সীমানায় মেঘনা নদী পশ্চিমে ব্রহ্মপুত্র উওরে নেত্রকোনা জেলার মধ্য দিয়ে প্রবাহিত কংস মগরা বাউলাই এবং এদের অসংখ্য শাখা ও সংযুক্ত নদী ও খাল ।এই নদীগুলি দক্ষিণে প্রবাহিত হয়ে মোটামুটি ভৈ্রবের নিকট মিলেছে ।সৃষ্টি হয়েছে একটি তোড়া সদৃশ আকৃতি (Funnel shape) যার এক দিকে মেঘনা ও অপর দিকে ব্রহ্মপুত্র আর ডাল পালা হিসাবে উপরোক্ত নদী ও খালগুলি। তবে একথা অনস্বীকার্য, কিশোরগঞ্জের মাটি ও মানুষের কাছে সবচেয়ে আকর্ষণীয় ও বৈচিত্র্যময় প্রভাব বিস্তার করেছে যে নদ তা হল ব্রহ্মপুত্র ।