আজ ৩ সেপ্টেম্বর সাংবাদিক ও রাজনীতিক আবুল মনসুর আহমদের ১১২তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে আবুল মনসুর আহমদ স্মৃতি সংসদ ঢাকা ও ময়মনসিংহের ধানীখোলায় তাঁর পৈতৃক বাসভবনে এক দোয়া মাহফিলের আয়োজন করেছে।

আবুল মনসুর আহমদ ছিলেন একাধারে বাংলা সাহিত্যের অন্যতম সেরা বিদ্রূপাত্মক রচয়িতা, রাজনীতিক, আইনজ্ঞ ও সাংবাদিক। তিনি কৃষক ও নবযুগ পত্রিকায় কাজ করেছেন। ১৯৪৬ সালে অবিভক্ত বাংলার কলকাতা থেকে প্রকাশিত পত্রিকা ইত্তেহাদ-এর সম্পাদক হিসেবে তিনি ছিলেন আধুনিক ও প্রগতিশীল সাংবাদিকতার অগ্রপথিক। রাজনীতিক আবুল মনসুর আহমদ শেরেবাংলা এ কে ফজলুল হকের যুক্তফ্রন্ট সরকারে প্রাদেশিক শিক্ষামন্ত্রী ছিলেন এবং ১৯৫৭ সালে প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর আওয়ামী লীগ সরকারে ছিলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী।

তাঁর রচনাসম্ভারের মধ্যে রয়েছে—আয়না, আসমানী পর্দা, গালিভারের সফরনামা ও ফুড কনফরেন্স। আরও রয়েছে বাংলা সামাজিক ও রাজনৈতিক ইতিহাসের ওপর বিখ্যাত রচনাবলি। তাঁর আত্মজীবনীমূলক দুটি গ্রন্থ হচ্ছে—আত্মকথা ও আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর।