কিশোরগঞ্জের নিকলী উপজেলায় গত সোমবার রাতে এক ব্যবসায়ীর কাছ থেকে কৃষি পুনর্বাসন কর্মসূচির ৬৭ বস্তা বোরো বীজধানের বস্তা আটক করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় উপজেলার পূর্বগ্রাম এলাকার ব্যবসায়ী তৈয়ব আলী ১৭ বস্তা বীজ নিয়ে যাওয়ার সময় এলাকার কৃষকেরা ষাইটধার এলাকার ১৭ বস্তা বীজধান আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধানের বস্তা থানায় নিয়ে আসে। রাতে পুলিশ পূর্বগ্রাম বেড়িবাঁধ এলাকায় তৈয়ব আলীর গুদামে অভিযান চালিয়ে আরও ৫০ বস্তা বীজধান উদ্ধার করে। তৈয়ব আলী পলাতক।
-Prothom Alo
You must log in to post a comment.