কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনের দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন ক্রীড়া সংগঠকেরা। গতকাল শনিবার দুপুরে কিশোরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ ষোষণা দেওয়া হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে ২২ ফেব্রুয়ারি মানববন্ধন, ২৮ ফেব্রুয়ারি প্রতীক অনশন ও ১০ মার্চ প্রতীকী চিত্র উপস্থাপন কর্মসূচি। এ ছাড়া যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। সংবাদ সম্মেলনে ক্রীড়া সংস্থার সদস্য ৭০ জন ক্লাব প্রতিনিধির মধ্যে ৬৬ জন উপস্থিত ছিলেন। জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ পারভেজ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে বলা হয়, গত বছর ২১ জুলাই জেলা ক্রীড়া সংস্থার বিগত কমিটির মেয়াদ শেষ হয়। সংস্থার গঠনতন্ত্র মোতাবেক মেয়াদ শেষ হওয়ার এক মাস আগেই নতুন কমিটি গঠনের জন্য নির্বাচনের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করার বিধান রয়েছে। কিন্তু সঠিক সময়ে সর্বসম্মতভাবে ভোটার তালিকা চূড়ান্ত হলেও তফসিল ঘোষণা করা হয়নি।