কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদরের মুঠোফোন ব্যবসায়ী রিকো আহম্মেদের মুঠোফোনে ১৪ অক্টোবর রাত পৌনে দুইটায় একটা কল আসে। কল ধরতেই ‘বাবা’ সম্বোধন করে কথিত জিনের বাদশা পরিচয় দিয়ে অস্বাভাবিক কণ্ঠে বলা হয়, ‘তুই খুবই ভাগ্যবান।’ কথা শুনে রিকো আঁচ করতে পারেন, এটি প্রতারকচক্রের টেলিফোন কল। তিনি জবাব দেন, ‘বাবা, তুইও খুব ভাগ্যবান যে এত রাতে ফোন করে আমার ঘুম ভাঙালি।’

এ কথা শুনে ‘জিনের বাদশা’ সংযোগ কেটে দিয়ে ফোন বন্ধ করে দেয়। এর তিন দিন আগে রাউতি গ্রামের বাসিন্দা স্কুলশিক্ষক খন্দকার ইকবাল খানের মুঠোফোনেও গভীর রাতে কল আসে। জিনের বাদশা পরিচয় দিয়ে বলা হয়, ‘বাবা, তোর কপাল ভালো।’ কথা শেষ করতে না দিয়েই ইকবাল খান বলেন, ‘বাবা, তোর কত টাকার প্রয়োজন এই মুহূর্তে আমাকে বল?’ জবাবে জিনের বাদশা বলে, ‘বাবা, তুই আমাকে অবিশ্বাস করলি?’ পাল্টা জবাবে রসিকতা করে ইকবাল খান বলেন, ‘বাবা রে, স্কুলে শিক্ষকতা করে সামান্য কিছু টাকা পাই। তোকে দেওয়ার মতো টাকা আমার কাছে নাই। তুই ভুল জায়গায় ফোন করেছিস। অন্য কোথাও চেষ্টা কর। আমার এখানে কাজ হবে না।’ এ কথা বলার পর ওই ব্যক্তি সংযোগ কেটে দেয়।

এর এক সপ্তাহ আগে দাড়িয়াপুর গ্রামের বাসিন্দা স্কুলশিক্ষক সাইদুর রহমানের মুঠোফানে গভীর রাতে জিনের বাদশা পরিচয় দিয়ে কল আসে। সাইদুর রহমান কল ধরে বলেন, ‘তুমি জিন হও আর যা-ই হও বাবা, এখন ঘুমানোর সময়। দয়া করে আমার ঘুম নষ্ট কোরো না।’ ফোনে তাঁকে বলা হয়, ‘তোর ক্ষতি হয়ে যাবে।’ জবাবে সাইদুর বলেন, ‘বাবা, আমরা তো ফোন ব্যবহার করে দেশের বিভিন্ন ফোন কোম্পানিকে বিল পরিশোধ করি। তোমরা জিনের বাদশা, তোমাদের কি বিল পরিশোধ করতে হয়?’ এর পরই ওই ব্যক্তি সংযোগ কেটে দেয়।

গভীর রাতে কথিত জিনের বাদশার সঙ্গে মোবাইল ফোনালাপের সারমর্ম সাংবাদিকের কাছে এভাবেই তুলে ধরেন তাঁরা। শুধু এঁরাই নন, গত কয়েক দিনে এ ধরনের ফোন পাওয়ার কথা জানিয়েছেন তাড়াইলের কয়েকজন নারী-পুরুষ। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন নারী বলেন, ‘গভীর রাতে মুঠোফোনে কল পেয়ে অন্য রকম কণ্ঠস্বর শুনে ভয় পেয়ে যাই। পরের দিন প্রতিবেশীদের সঙ্গে কথা বলে বুঝতে পারি, এরা প্রতারক। আমরা প্রতারণার ফাঁদে পা দিইনি।’

এ ব্যাপারে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মালেক বলেন, দেশের উত্তরাঞ্চলে এ ধরনের প্রতারকচক্র রয়েছে, যারা জিনের বাদশা পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করছে। এদের ব্যাপারে সাবধান করে তিনি বলেন, ‘এ ধরনের কোনো ফোন কল এলে পুলিশকে ওই ফোন নম্বরটি জানালে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

-প্রথম আলো