প্রতারণা, তথ্য গোপন ও সরকারি কাজে অবহেলার অভিযোগে নেত্রকোনার জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর ও সিভিল সার্জন সিদ্ধেশ্বর সাহার বিরুদ্ধে মামলা হয়েছে।
মঙ্গলবার নেত্রকোনার বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট সাফায়াত আহম্মদ খান।
বিচারক মো. আমিনুল হক মামলাটি আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্তের আদেশ দেন।
মামলায় বলা হয়, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের লক্ষ্যে জেলা টাস্কফোর্স কমিটির সভা গত ১৭ মে দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আহ্বান করা হয়। কিন্তু বিবাদিরা পরস্পর যোগসাজশে ওই সভা না করে বাদিসহ নোটিশ প্রাপ্তদের সঙ্গে প্রতারণা করেছেন।
বিবাদিদের এই আচরণে বাদির মানহানি, খ্যাতি ও ভাবমূর্তি ক্ষুণ� হয়েছে বলেও আরজিতে উল্লেখ করা হয়।
এতে আরো বলা হয়, সিভিল সার্জনকে এ বিষয়ে কারণ দর্শানোর জন্য গত ১৯ মে একটি নোটিশ পাঠালেও তিনি এর কোনো জবাব দেননি।
মামলায় ১৪ জনকে সাক্ষী করা হয়েছে।