ধান কাটাকে কেন্দ্র করে কিশোরগঞ্জের করিমগঞ্জে দুই দল গ্রামবাসীর সংঘর্ষ ও গুলিবিনিময়ের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার সুতারপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহতদের কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, করিমগঞ্জ গ্রামের বাচ্চু মিয়ার সঙ্গে তাঁর চাচাতো ভাই নজরুল মিয়ার অনেক দিন ধরেই বিরোধ চলছিল। আজ নজরুল মিয়ার লোকজন একটি বিরোধপূর্ণ জমিতে পাকা ধান কাটতে যায়। এ সময় প্রতিপক্ষের লোকজন বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়।

একপর্যায়ে উভয় পক্ষই আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় এবং প্রতিপক্ষের কয়েকটি বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

Prothom alo