এ বছর পদার্থবিদ্যায় যৌথভাবে নোবেল পেলের যুক্তরাজ্যের দুজন গবেষক। আদ্রেই জেইম এবং কনসটান্টিন নভোসলোভ নামের এই দুজন গবেষক গ্রাফিনি পেপার নিয়ে গবেষণার জন্যেই এই পুরস্কার পেলেন। খবর বিবিসি অনলাইনের।
বিজয়ী দুজন যুক্তরাজ্যের ম্যনচেস্টার ইউনিভার্সিটির গবেষক।
উল্লেখ্য, গ্রাফিনি হলো সমতল কার্বনের একটি শিট যার পুরুত্ব হলো কেবল এক অ্যাটম। আর এই কারণেই গ্রাফিনি বিভিন্ন প্রায়োগিক কাজে ব্যবহার করা যায়।
পুরস্কার জেতার খবর শুনে ড. জেইম মন্তব্য করেছেন, ‘আমি এ বছর নোবেল পুরস্কার আশা করিনি’।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
You must log in to post a comment.