ছড়াকার বিনয় বর্মণ অনির্বাণ সাহিত্য পুরস্কার-২০১১ পেয়েছেন। ইংরেজি কাব্যগ্রন্থ মিউজিক অব সাইলেন্স-এর জন্য তাঁকে এ পুরস্কারে ভূষিত করা হয়।
কিশোরগঞ্জের ইটনা গার্লস হাইস্কুলে আয়োজিত অনুষ্ঠানে গত ৩০ সেপ্টেম্বর বিনয় বর্মণসহ পদক পাওয়া চারজনের হাতে ক্রেস্ট ও পুরস্কারের সনদ তুলে দেওয়া হয়। সাহিত্যের বিভিন্ন শাখায় অবদানের জন্য অন্য আরও যে তিনজন লেখককে এ পদক দেওয়া হয় তাঁরা হলেন: সুফিয়া বেগম (স্বপ্নপারের মেয়ে), আরিফ মঈনুদ্দিন (নির্বাচিত প্রেমের গল্প) ও আদিত্য রুপু (ছড়া আমার মামাতো বোন)। পদক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ইটনা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএমসি স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. সিদ্দিকুজ্জামান ঠাকুর।