পাকুন্দিয়ায় ডাকাত দলের সর্দার সাহাবুদ্দিন মিয়া ওরফে শাবুকে (৪২) ডাকাতি করে পালানোর সময় জনতা আটক করে গণপিটুনি দিয়েছে। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। শাবু পাকুন্দিয়া আঙ্গাদী গ্রামের আবদুর রশিদ খানের ছেলে। রবিবার রাতে পাকুন্দিয়ার এগারসিন্দুর ইউনিয়নের তালদর্শী গ্রামের মুর্শিদ মিয়ার বাড়িতে শাবুর নেতৃত্বে সাত-আটজনের একদল ডাকাত ডাকাতি করতে যায়।
কালেরকন্ঠঃ জুলাই/২০/২০১০