চশমা ছাড়াই নতুন ধরনের ত্রিমাত্রিক টেলিভিশন বাজারে আনছে নির্মাতা তোশিবা। টেলিভিশনটিতে ত্রিমাত্রিক ছবি দেখার জন্য বিশেষ ধরনের চশমা ছাড়াই ত্রিমাত্রিক ইমেজের ভিডিও দেখা যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তোশিবার মুখপাত্র ইয়োমিরি শিমবান বলেন, ‘তোশিবা এমন একটি প্রযুক্তি তৈরি করেছে, যার মাধ্যমে বিভিন্ন মাধ্যম থেকে আলোকরশ্মির বিকিরণ হবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা কোনো স্টেরিওস্কোপিক গ্লাস ছাড়াই ত্রিমাত্রিক ছবি দেখতে পারবেন। শিগগিরই এ প্রযুক্তির ত্রিমাত্রিক টেলিভিশন উদ্বোধন করা হবে। বড়দিনের আগেই এটি বাজারে আসার সম্ভাবনা রয়েছে।’ তিনটি ভিন্ন মডেলে বাজারে আসবে তোশিবার এই ত্রিমাত্রিক টেলিভিশন।