প্রতিষ্ঠাকাল ০৪/০২/১৯২৪, বাংলা ১৩২৯। কিশোরগঞ্জ পৌরসভাধীন বত্রিশ এলাকার শ্রী প্যারীমোহন সাহা নিজে উদ্যোগী হয়ে নিজ বৈঠক খানায় প্রথমে ১৫ জন ছাত্র ছাত্রী নিয়ে এই বিদ্যালয়ের সূত্রপাত করেন। ৩১/০২/৬৪ পর্যন্ত তিনিই প্রধান শিক্ষক ছিলেন। তিনি ভারতে চলে গেলে প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘকাল দায়িত্বপালন করেন শ্রী ইদুভূষন রায়।
উক্ত বিদ্যালয়টি এখন বত্রিশ সরকারী প্রাথমিক বিদ্যালয় নামে পরিচিত। শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তিনি বিদ্যালয়ের বর্তমান জায়গার সমুদয়ই দান করেন এবং এলাকাবাসীর সহযোগীতায় একটি দোচালা ঘর নির্মান করান। তাঁর বৈঠকখানা ঘরটিও এর সাথে একত্রীভূত হয়। এসব কারণে তখনকার দিনে উক্ত বিদ্যালয়টি প্যারীবাবুর স্কুল নামে পরিচিত ছিল।