করিমগঞ্জ থানার অন্তর্গত জঙ্গল বাড়ী স্কুল এদেশের প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান গুলোর অন্যতম।বর্তমানে স্কুলটি ঈশা খাঁর স্মৃতি বিজড়িত ঐতিহাসিক আড়া বা পরিখার মাঝখানে অবস্থিত। প্রাচীনকালে এটি এম, ই, স্কুল (Midlle English School) ৬ষ্ঠ শ্রেনী পর্যন্ত- হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। ১৮৬২ খ্রীঃ তার যাত্রা শুরু।তখন বিদ্যালয়ের অবস্থান ছিল আড়া বা পরিখার বাইরে দক্ষিণ দিকে। ১৯৫২ খ্রীঃ বিদ্যালয়টি জুনিয়র হাই স্কুলে উন্নীত হয়।১৯৬৮-তে আড়া’র ভিতর ঝোপ জঙ্গল পরিষ্কার করে এবং ‘মহল পুকুর’ নামে পরিচিত একটি ঐতিহাসিক পুকুর ভরাট করে বর্তমান জায়গায় প্রতিষ্ঠিত হয়।