আচমিতা জর্জ ইনষ্টিটিউশন উচ্চ বিদ্যালয় ১৯১২ খ্রীঃ প্রতিষ্ঠিত হয়।কটিয়াদী থানার অন্তর্গত এই শিক্ষা প্রতিষ্ঠানটি বিপুল ঐতিহ্য ও সুনামের অধিকারী। আচমিতার জমিদার ছিলেন রায় বাহাদুর কেদার নাথ রায়।তিনি ছিলেন দারুন ইংরেজ ভক্ত।তার আমন্ত্রনে ইংরেজ বড় লাট ৫ম জর্জ আচমিতায় আগমন করেন।ইংরেজদের প্রীতিভাজন হওয়ার জন্য প্রতিষ্ঠানটির নাম রাখেন আচমিতা জর্জ ইনষ্টিটিউশন উচ্চ বিদ্যালয়।