আদরের গাভীটা বাচ্চা দিলো একজনের জিজ্ঞাসা-
-বাইছাব-বাছুর’ডা কিতা ইন্ডিয়ান বীজের না কিতা?
আমার তোলা একজনের ছবি দেখে একজন মন্তব্য করলো-
-বাহ! আপু তো দেখতে একদম ইন্ডিয়ান নায়িকারদের মতো ।
আমার এক নাট্যকর্মী ছোট ভাই একটি টিভি নাটক দেখে বলে উঠলো-
-কিতা আর কইতাম দেশের টিভি নাটক ও ইন্ডিয়ান সিরিয়াল এর লাহান।
কোনা এক অনুষ্ঠানে আমার ফ্যাশন পরিচ্ছদে পরিচিত একজন মন্তব্য করলো-
-আরে দাদা, কূর্তা টা আপনাকে মানাইয়েছে বেশ একদম ইন্ডিয়ান দাদা’দের কুর্তার মতো।
ভাড়াটিয়া পুলিশ আন্টী’র ফরমায়েশ-
-বাজার থেইক্যা একনম্বর ইন্ডিয়ান তেলটা আনবি, খেয়েও মজা মেখেও আরাম।
কাচা বাজারে এক ভাই’এর বিরক্তি-
-আর বলবেন না ভাই, ইন্ডিয়ান বাইগুনে বাজার একদম ছয়লাব।
পাশের পারার মেয়ে মোবাইল প্রেমে বিয়ে করা স্বামীকে শাসাচ্ছে-
এইবার যদি ঈদে ইন্ডিয়ান পুইরাইনতের (মেয়েদের) লাহান ল্যাহেঙ্গা না দেছ- খবর আছে কইলাম গুলামের পুত।
যাক, অনিচ্ছাকৃত এবং অপ্রত্যাশিত কিছু ঘটনা শেষ করে জেট এয়ারে (ইন্ডিয়ান) ঢাকা থেকে চেপে বসেছি, প্লেনের ফিঊজিলাজ এলাকায় এক যুবতীর লম্ফঝম্ফে বেশ দৃষ্টি আকর্ষনে ব্যতিব্যস্ততা দেখতে দেখতে নয়াদিল্লীর ইন্দিরাগান্ধী এয়ারপর্টে অবতরন। দীর্ঘ ট্রাঞ্জিট। সুবিধামত পা লম্বা করার ব্যবস্থা সম্বলিত কেদারায় ঝিমুচ্ছি, হঠাত চোখ মেলে দেখি পাশের কেদারাটায় বসে, লম্ফঝম্প যুবতি- চোখ পরতেই আমাকে জিজ্ঞাসা-
-আর ইউ ইন্ডিয়ান, আই মিন ক্যাল্কেসিয়ান!
বললাম -আজ্ঞে, না আমি বি’দেশিয়ান (বাংলাদেশিয়ান) এবং খাঁটি ভাইট্টাশিয়ান।
থতমত খেয়ে জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে শুধালো,
-আরে বাংলা বলছেন, আমি তো দেখে ভেবেছিলাম আপনি নির্ঘাত ইন্ডিয়ান।
কোনো জবাব দিলাম না। কই যাবো, কি করি অনেক কিছু জানার পর জানতে চাইলো আমি হিন্দু না মুসলমান- যে প্রশ্নটি আমার সবচেয়ে অপছন্দনীয়। বললাম আমার সবচে’ বড় পরিচয় আমি মানুষ, পরে বাঙ্গালী-
-তা’ বুঝলাম, কোন ধর্মের তা’কিন্তু এড়িয়ে গেলেন
না বলতে চাইলেও বলে দিলাম- জয়সিদ্ধি গ্রামের থুক্কু দাড়ির হাজাম যিনি আমার লিঙ্গের অতিরিক্ত চামড়া কর্তনে ভুমিস্বাতঃ করেছিলেন-আর আমার মা যিনি আমার যন্ত্রনা উপশমে ছনচার (বারান্দার) নীচে মাটির পাতিলে লম্বা চূল ভিজিয়ে দাড়িয়ে ছিলেন – তাঁদের কে জিজ্ঞাস করতে হবে।
অন্য একটি দেশের প্রীতিবোধ থাকতেই পারে, কিন্তূ মননে, জাগরনে, শয়ন, স্বপনে (আরো ছিলো বলবো না), অন্য একটি জাতির ক্লোন বনে গিয়ে ফানা ফিল্লাহ হওয়া – একটি উন্নয়নকামী দেশের এবং প্রজন্মের জন্য শুধুই ভয়াবহ দূর্যোগপুর্ন অমানিশার ঈংগিতই বহন করে।