বাজিতপুর থানার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান বললে প্রথমেই গোবিন্দ পালের বাংলা স্কুলের নাম করতে হয়। এটি একটি উচ্চ প্রাইমারী স্কুল ছিল। পাগলার চর গদাধর চৌধুরীর বাড়ীতে এটি বসতো, বিগত শতাব্দীর ষাটের দশকের কথা, শ্রুতি অনুযায়ী সময়কাল ১৮৫৬/৫৭ খ্রীঃ। এই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন পাল পাড়ার বিহারীলাল পাল। তৎকালীন বিজ্ঞজনের মধ্যে তাঁর খ্যাতি ছিল বিরাট। পরবর্তী জীবনে শিক্ষকতা ছেড়ে মুক্তার হয়েছিলেন।
গোবিন্দ পালের মৃত্যুর পর এই বাংলা স্কুলটি ১৯১০ খ্রীঃ গোবিন্দ চন্দ্র মধ্য ইংরেজী স্কুলে উন্নীত হয়। বাজিতপুরের খ্যাতনামা শিক্ষক তারিনী মাষ্টার তাঁর প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠাতা ছিলেন। স্কুলটি পরে পাগলার চর থেকে বর্তমান টাউন হাইস্কুলে চলে আসে নতুন নামে। ১৯৫৮ সালে এটি জুনিয়র হাই স্কুলে রুপান্তরিত হয়। ১৯৬৫ থেকে টাউন হাই স্কুল নামে সরকারী অনুদান পেয়ে আসছে। বর্তমানে বিশিষ্ট শিল্পপতি জনাব জহুরুল ইসলামের আর্থিক সহায়তায় স্কুলটি সুষ্ঠভাবে পরিচালিত হচ্ছে। তাঁর বড় ভাইয়ের নামানুসারে এর নতুণ নামকরণ করা হয়েছে নাজিরুল ইসলাম কলিজিয়েট হাই স্কুল।