বাজিতপুর ও নিকলী উপজেলায় আজ সোমবার ভোরে বজ্রপাতে ছয়জন নিহত ও চারজন আহত হয়েছে।নিহত ব্যক্তিরা হলো—নিকলী উপজেলার পাড়া বাজিতপুর গ্রামের সুকলাল (২৮), একই উপজেলার পূর্ব গ্রামের রাসেল (১৬), একই গ্রামের মানিক (৩৮), বাজিতপুর উপজেলার নোয়াগাঁও গ্রামের শামসু মিয়া (৫০), ইসহাক (৫০) ও ইব্রাহীম (৬০)। তাদের মৃতদেহগুলো বাজিতপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।
বজ্রপাতে আহত ব্যক্তিরা হলো—নোয়াগাঁও গ্রামের ফজর আলী (৩৫), কপিল মিয়া (১৫), কালা চান (৩৫) ও জামান (১২)। তারা একই হাসপাতালে চিকিত্সাধীন।
জানা গেছে, আজ ভোরে দুই উপজেলায় বজ্রসহ প্রচুর বৃষ্টি হয়। এ সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। হতাহত ব্যক্তিরা সবাই নিম্নবিত্তের। বজ্রপাতের সময় তারা ছনের ঘরের ছাউনির মধ্যে ছিল। নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক ও বাজিতপুর থানার ওসি আখতারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।