সম্প্রতি জানা গেছে, পৃথিবীর সবচে বড়ো স্বর্ণমুদ্রাটি নিলামে কিনে নিয়েছে স্পেনের একটি প্রতিষ্ঠান। জানা গেছে, এ স্বর্ণমুদ্রাটি কিনতে প্রতিষ্ঠানটির খরচ হয়েছে ৩২.৭ লাখ ইউরো বা ৪ কোটি ডলার। খবর রয়টার্সের।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, স্বর্ণমুদ্রাটির ওজন ১০০ কেজি! এটি হলো কানাডিয়ান ৫ টির মধ্যে ১ টি ১০ লাখ ডলার মূল্যমানের ম্যাপল লিফ কয়েন। স্বর্ণমুদ্রাটি তৈরি করেছিলো রয়্যাল কানাডিয়ান মিন্ট নামের একটি প্রতিষ্ঠান। এতোদিন এটি ‘ওআরও ডিরেক্ট’ নামের মাদ্রিদভিত্তিক একটি গোল্ড ট্রেডিং কোম্পানির কাছে ছিলো।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, বাজারের স্বর্ণের বর্তমান দাম অনুসারেই বিক্রি হয়েছে এই মুদ্রাটি। তবে সেই মূল্য এই মুদ্রাটির মুদ্রিত দামের চেয়ে ৪ গুণ বেশি।
জানা গেছে, মুদ্রাটির স্বর্ণ ৯৯.৯৯৯ ভাগ খাঁটি। উল্লেখ্য, ২০০৭ সালে এ মুদ্রাটি সবচে বড়ো স্বর্ণমুদ্রা হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে ঠাঁই করে নিয়েছিলো।