বিজয় দিবস উপলক্ষ্যে বীর প্রতিক শহীদ সেলিম স্মৃতি সংসদ, কুলিয়ারচর আয়োজিত ১৮ তম মিনি ম্যারাথন (২০.৪ কিঃমিঃ) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি উদ্ভোদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মুকুল, স্বতস্ফুর্ত এই বিজয় ম্যারাথনে কিশোরগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মনবাড়িয়ার এথলেট গন অংশগ্রহন করেন । বাছাই পর্বের পর ১১০ জনকে নিয়ে আয়োজকগন এই প্রতিযোগিতায় আয়োজন করেন আজ সকাল ৮ টায় শহীদ সেলিম স্মৃতি সংসদ প্রাঙ্গন হতে।
কিশোরগঞ্জ ডট কম সম্পূর্ণ ম্যারথনের ভিডিও ধারন তা ইন্টারনেটে প্রচার করে । পূর্ন খবটি পড়তে ক্লিক করুন।
You must log in to post a comment.