গত ১৫ জুন অনুষ্ঠিত বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের সভায় শিশু সাহিত্যিক সাংবাদিক আখতার হুসেনকে ‘কবি মনিরউদ্দীন ইউসুফ সাহিত্য পদক’ ২০১৩ -এ ভূষিত করার সিদ্ধান্ত গৃহিত হয়।
গত শনিবার বিকাল সাড়ে ৪টায় ধানমণ্ডিস্থ ইরানী সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠেয় ‘ফেরদৌসীর শাহনামা ও মনিরইদ্দীন ইউসুফ’ স্মরণ সভায় এ পদক প্রদান করা হয় সভায় ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান প্রধান অতিথি এবং ইরানী সাংস্কৃতিক কেন্দ্রের কাউনসিলর ড. রেযা দিয়ানাত ও কবি বেলাল চৌধুরী বিশেষ অতিথি হিসাবে যোগদান করেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জনাম ম হামিদ, সভাপতি, বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম । অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন –
ড. তারিক জিয়াউর রহমান সিরাজী, চেয়ারম্যান, ফরাসী ভাষা ও সাহিত্য, ঢাঃবিঃ
ড. হালিম দাদ খান, সদস্য-সচিব, কবি মনিরউদ্দীন ইউসুফ স্বরন উপ পরিষদ।
জনাব মোহাম্মদ বাকের, ইতিহাসবিদ ও সাহিত্যিক
ড. নেয়ামত উল্লাহ ইরানজাদেহ, ভিজিটিং প্রফেসর, ফরাসী ভাষা ও সাহিত্য, ঢাঃবিঃ
জনাব রাশেদুল হাসান শেলী, মহাসচিব, আন্তর্জাতিক নজরুল চর্চা কেন্দ্র