বাজিতপুর থানার ভাগলপুরে ঈশা খাঁর উওরপুরুষদের দেওয়ান বাড়ী সংলগ্ন অষ্টাদশ শতকের নির্মিত তিন গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ রয়েছে। ঐ দেওয়ান পরিবারের দেওয়ান মোহাম্মদ গওছ খাঁ কর্তৃক মসজিদটি নির্মিত বলে জানা যায়। মসজিদটি আয়তাকার এবং চার কোণায় ৪টি মিনার বা টারেট রয়েছে। মিনারের শীর্ষদেশে রয়েছে ছোট্ট গম্বুজ ।
দেখি যাব একবার।