গজারিয়া ইউনিয়নের ক্ষমতা হস্তান্তর৷ আগামী পাঁচ বছরের জন্য ইউনিয়ন পরিষদের দ্বায়িত্বভার গ্রহণ করেছেন ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান কাজী গোলাম সারোয়ার (গোলাপ)ও নব নির্বাচিত মেম্বারগণ ৷
গতকাল ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সদ্য সাবেক চেয়ারম্যান কাউসার ভূঁইয়া ইউনিয়ন পরিষদ সচিব মশিউদ জামান, সাবেক চেয়ারম্যান নবী হুসেন সেন্টু মিয়া ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে কাজী গোলাম সারোয়ার গোলাপ এর নিকট ক্ষমতা হস্তান্তর করেন৷
অনেকটা সাদামাটা এ ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠানে বিদায়ী চেয়ারম্যান তার বিগত দিনের কর্মকাণ্ড নিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন যতদূর সম্ভব ছিলো এলাকার উন্নয়নে ভূমিকা রাখার চেষ্টা করেছি ,বিগত নির্বাচনে আমি ও অংশ গ্রহণ করেছি জয়ী হতে পারিনি কিন্তু তাতে আমার কোন কষ্ট নেই কারণ গজারিয়া ইউনিয়নের জনগণ এমন একজন মানুষকে তাদের প্রতিনিধি করেছেন যার কোন কিছুতেই কোন লোভ নেই,যিনি ভৈরব থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন ,ক্ষমতার লোভ থাকলে ধাপে ধাপে আজ ভৈরব উপজেলা আওয়ামীলীগে শক্ত কোন অবস্থানেই থাকতেন কিন্তু তিনি জায়গা ছেড়ে নতুনদের জায়গা করে দিতে বিশ্বাসী,তিনি একজন ত্যাগী মানুষ৷
সংক্ষিপ্ত আলোচনায় সাবেক চেয়ারম্যান নবী হুসেন সেন্টু বলেন -আমি পাঁচ বছর এই ইউনিয়নের সেবা করার সুযোগ পেয়েছিলাম এই কাজী গোলাম সারোয়ার এর জন্য যিনি নিজে আমার জন্য জায়গা ছেড়ে দিয়েছিলেন৷ এবার তার জন্য আমি জায়গা ছেড়ে দিয়ে তার জন্য কাজ করে জয়ী হতে পেরে নিজেকে ধন্য মনে করছি৷ সবশেষ নবনির্বাচিত চেয়ারম্যান কাজী গোলাম সারোয়ার সুষ্ঠ -নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে তাকে নির্বাচিত করার জন্য প্রশাসন ও এলাকার জনগণকে ধন্যবাদ জানান,তিনি বলেন আপনারা আমার সঙ্গে থাকলে আমি আমার প্রতিশ্রুতি অনুযায়ী এলাকার উন্নয়নে নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করবো গজারিয়া ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত করতে৷
উল্ল্যেখ্য গত মে মাসের নির্বাচনে ভৈরব উপজেলার সাত ইউনিয়নের মধ্যে এক মাত্র কাজী গোলাম সারোয়ার গোলাপ সতন্ত্র প্রাথী হিসেবে বিপুল ভোট বেশী পেয়ে নির্বাচিত হোন৷ অনুষ্টানে আগত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সবশেষ সকলের মঙ্গল কামনায় মুনাজাতে অংশ গ্রহণ করেন ৷
সংবাদদাতা: কাজী রুমেল
You must log in to post a comment.