কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনে কাটা পড়ে গতকাল রোববার বিকেলে বাংলাদেশ রেলওয়ের নিরাপত্তা বাহিনীর (আরএনবি) নায়েক আমিনুল হক নিহত হয়েছেন। তাঁর বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চরপুটিয়া গ্রামে।
ভৈরব রেলওয়ে পুলিশ জানায়, আমিনুল হক সিলেট চৌকির নায়েক পদে কর্মরত ছিলেন। গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে গতকাল তিনি ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেসে ওঠেন। ভৈরব স্টেশন অতিক্রম করার সময় ট্রেনটি ধীরগতিতে চলছিল। এ সময় আমিনুল হক চলন্ত ট্রেন থেকে লাফ দিলে বগির সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের নিচে পড়ে যান। এতে তাঁর ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে পাঁচটার দিকে সেখানে তাঁর মৃত্যু হয়।