মহাবিশ্বের অন্য কোথাও বসতি স্থাপনের তাগিদ দিয়েছেন বিখ্যাত তাত্ত্বিক পদার্থ বিজ্ঞানী এবং জ্যোর্তিবিদ স্টিফেন হকিং। মানব সভ্যতাকে দীর্ঘদিন টিকিয়ে রাখতেই অন্য কোথাও বসতি স্থাপন জরুরী বলেই তার মত। খবর সিনেট-এর। ওয়াটারলুতে রিসার্চ ইন মোশনস (রিম) আয়োজিত একটি অনুষ্ঠানে স্টিফেন হকিং মানুষের ভবিতব্য বিষয়ে মন্তব্য করেছেন। স্টিফেন হকিং বলেছেন, ‘পৃথিবীতে আরেকটি ওয়াটারলু নেমে আসার আগেই মহাশূন্যে বা অন্যকোথাও কলোনি স্থাপন করা প্রয়োজন।
স্টিফেন হকিং আরো বলেছেন, মানুষ পৃথিবীতে স্বাচ্ছন্দ্যে বসবাসের উপযোগী করার জন্য প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে পেরেছে এটা খুবই ভালো বিষয় কিন্তু মানুষের মধ্যে অপরিসীম হীনমন্যতা, স্বার্থপরতা আর আগ্রাসী মনোভাব, কেবল যুক্তরাষ্ট্র ছাড়াও অন্যখানেও আমাদের জন্য বাধা। তাই আমাদের দীর্ঘসময় টিকে থাকতে হলে কেবল আয়েশী পৃথিবীর খোঁজ করা নয় বরং পৃথিবীর বাইরে বাসযোগ্য স্থান গড়ে তোলাও জরুরী। মানব সভ্যতাকে দীর্ঘায়িত করতে মহাশুন্যে আরো বেশি নভোচারী পাঠিয়ে নতুন বাসস্থান খোঁজার জন্য তাগিদও দিয়েছেন স্টিফেন হকিং।
উল্লেখ্য, এলিয়েন বা ভীনগ্রহের প্রাণীরা পৃথিবী দখল করে নিতে পারে বলেও সম্প্রতি সংশয় প্রকাশ করেছিলেন তিনি।
সুত্র- bdnews24