সম্প্রতি ভূতুড়ে কণা হিসেবে পরিচিত নিউট্রিনোর সঠিক ভর পরিমাপ করতে পেরেছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের গবেষকরা। (বিবিসি অনলাইন)
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, এ যাবৎ পরীক্ষা-নিরীক্ষা করা কয়েকটি বড় গ্যালাক্সির উপাত্ত বিশ্লেষণ করে বিজ্ঞানীরা নিউট্রিনোর যে ভরটি পেয়েছেন তার পরিমাণ ০.২৮ ইলেকট্রন ভোল্টের বেশি নয়।
http://tech.bdnews24.com/images/imgAll/neotri2406c.jpg
উল্লেখ্য, বিজ্ঞানীদের ভাষ্য অনুযায়ী এই ভরের পরিমাণ একটি হাইড্রোজেন অনুর ভরের প্রায় বিলিয়ন ভাগের চেয়েও কম।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, পূর্ববর্তী কিছু পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে দেখা গেছে, নিউট্রিনো ভরযুক্ত কণা। কিন্তু তার পরিমাণ এতই কম যে তা নির্ণয় করা প্রায় অসম্ভবের পর্যায়েই ছিলো।
গবেষকরা জানিয়েছেন, নিউট্রিনোকে কখনও কখনও ঘোষ্ট পার্টিকল বা ভূতুড়ে কণাও বলা হয়। কারণ, এই কণা অন্যান্য বস্তুর সাথে অত্যান্ত দুর্বলভাবে ক্রিয়া করে।
গবেষকদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, নিউট্রিনো সম্পর্কে বলা হয় যে, এক আলোক বর্ষ অর্থাৎ প্রায় ৬ ট্রিলিয়ন মাইল দৈর্ঘ্য সম্পন্ন কোনো সিসার দন্ডের ভিতর দিয়ে যাবার সময়ও এটি একটি অণুর সঙ্গে ক্রিয়া করবে না।