সৌরজগতের লাল গ্রহ মঙ্গলের বুকে সম্প্রতি রহস্যময় এক গুহা আবিস্কার করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াস্থ এভারগ্রিন মিডল স্কুলের ক্লাস সেভেনের শিক্ষার্থীরা। জানা গেছে, নাসার পাঠানো ছবি থেকে তাদের রিসার্চ প্রজেক্টের অংশ হিসেবে এটি খুঁজে বের করেছে তারা। (ইয়াহু অনলাইন)
http://tech.bdnews24.com/images/imgAll/mars2206b.jpg
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, শিক্ষক ডেনিস মিশেলসহ ১৬ জন শিক্ষার্থী মঙ্গলের পৃষ্ঠে অনেকটা স্কাইলাইটের মতো দেখতে এ গুহার খোঁজ পেয়েছেন।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, নতুন খুঁজে পাওয়া এ গুহাটি ২০০৭ সালে মার্কিন জিওলজিক্যাল সার্ভের গবেষকদের খুঁজে পাওয়া গুহারই অনুরূপ।
গবেষকদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, এ ধরনের গুহা তৈরি হয় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে। এক সময় লাভা চ্যানেলের মধ্যে দিয়ে পাথরের বাধা ফেটে লাভার উদগীরণ শুরু হয় এবং লাভা টিউব তৈরি করে। যখন উদগীরণ শেষ হয়ে যায়, তখন লাভা টিউবের মাথায় ঠান্ডা পদার্থের সলিড সিলিং তৈরি হয়। একসময় এই সিলিং ভেঙ্গে পড়লে সেখানে সরাসরি আলো প্রবেশ করে।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, স্কুল পড়ুয়া ক্ষুদে এই মার্কিন গবেষকরা অবশ্য গুহার ভিতরে কি আছে সে রহস্য এখনও বের করতে পারেননি।